একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তির ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট


একাদশ শ্রেণিতে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ করা হয়েছে রাত ৮ টায়। ভর্তির আবেদন শুরুর প্রথম ধাপে সারাদেশের ১৩ লাখ ৪২ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন।

জানা গেছে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হয়েছে। একইসাথে একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছ। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। এছাড়াও ভর্তির সম্পর্কে  ওয়েবসাইটেও http://www.xiclassadmission.gov.bd/ একাদশ শ্রেণিতে ভর্তির ফল বিস্তারিত  জানা যাবে।

প্রসঙ্গত, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এসএসসি ও দাখিল পাস করেছে ১৫ লাখ ৯৪ হাজার ৯২৮ জন। যাদের মধ্যে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *