একুশে পদক ২০২০ পাচ্ছেন যারা

একুশে পদক ২০২০ পাচ্ছেন যারা

ক্যাম্পাস টুডে ডেস্ক


২০২০সালের একুশে পদকের জন্য ২০ জনকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ তাদের এ পদকে ভূষিত করা হচ্ছে। সেই সঙ্গে এবার প্রতিষ্ঠান হিসেবে মৎস্য গবেষণা ইনস্টিটিউটও পাচ্ছে একুশে পদক।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের নাম প্রকাশ করে।

আগামী ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠিকভাবে পদকপ্রাপ্তদের পদক তুলে দেয়া হবে। পুরস্কারে মনোনীতদের প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন ২ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।


এবার পদক পাচ্ছেন


১. ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)।

২. শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন।

৩. শিল্পকলায় (সংগীত) শঙ্কর রায়।

৪. শিল্পকলায় (সংগীত) বেগম মিতা হক।

৫. শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান।

৬. শিল্পকলায় (অভিনয়) এস এম মহসীন।

৭. শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

৮. মুক্তিযুদ্ধ হাজী আক্তার সরদার (মরণোত্তর)।

৯. মুক্তিযুদ্ধ আবদুল জব্বার (মরণোত্তর)।

১০. মুক্তিযুদ্ধ ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর)।

১১. সাংবাদিকতায় জাফর ওয়াজেদ আলী (ওয়াজেদ জাফর)।

১২. গবেষণায় ড. জাহাঙ্গীর আলম।

১৩. গবেষণায় হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

১৪. শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

১৫. অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম।

১৬. সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

১৭. ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী।

১৮. ভাষা ও সাহিত্যে সিকদার আমিনুল হক (মরণোত্তর)।

১৯. ভাষা ও সাহিত্যে বেগম নাজমুন নেসা পিয়ারি।

২০. চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *