একুশে বশেমুরবিপ্রবি

বাংলাদেশের ১৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবি প্রথম!

ক্যাম্পাস টুডে ডেস্কঃ আজ ৮ জুলাই । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দিবস। এ বছর ২১তম বর্ষে পদার্পণ করছে বশেমুরবিপ্রবি।

২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বশেমুরবিপ্রবি আইন-২০০১ পাসের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বর্তমানে এটি বাংলাদেশের ৪র্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। নীতি বাক্য-জানুন, চিন্তা করুন, পরিবর্তন সাধন করুন।

ফরম ফিলাপের ফি নিয়ে বিপাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

২০০১ সালের ১৩ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জামায়াত জোট সরকার ক্ষমতায় আসলে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি বন্ধ ঘোষণা করে। পুনঃক্ষমতায় এসে ২০১০ সালে আওয়ামীলীগ সরকার বিশ্ববিদ্যালয় প্রকল্পটি পুনরুজ্জীবিত করে এবং ২০১১ সালে মাত্র ১৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আটটি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরে অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবস উদযাপন নিয়ে বশেমুরবিপ্রবি উপচার্য এ কিউ এম মাহবুব জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে বেশ কিছু পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ অতিমারির কারণে অত্যন্ত সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় সকল আনুষ্ঠানিকতাই অপূর্ণ থেকে যায়। আমরা আশা করি কোভিড-১৯ অতিমারি মুক্ত হয়ে আগামীতে জাকজমকপূর্ণ ভাবে উদ্‌যাপিত হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস।#একুশে বশেমুরবিপ্রবি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment