চবি প্রতিনিধি: অবসর গ্রহণ করার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য থাকছেন চবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এদিকে ড. শিরীণ আখতারের বর্তমান চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের দিন (২৯এপ্রিল) এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ।
মঙ্গলবার (৯মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোঃ নুর-ই-আলম সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল ২০২১ তারিখে তার মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।”
উক্ত আদেশে শিরীণ আখতারের অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ মহীবুল আজিজকে নিজ দ্বায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়।
উল্লেখ্য,প্রফেসর ড.শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। ২০১৯ সালের ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। ১৯৯৬ সাল চবির বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে চবিতে তার কর্মজীবন শুরু হয়। পদোন্নতির মাধ্যমে ২০০৬ সাল থেকে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।