এবার ঢাবির কলাভবনের দারোয়ানের বিরুদ্ধে ছেলের বউকে নির্যাতনের অভিযোগ

বিথী সরকার, ঢাবি প্রতিনিধি


নির্যাতনের শিকার মেয়েটির নাম সুমাইয়া।তার শ্বশুর আব্দুল রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দারোয়ান।দারোয়ান  আব্দুল রহিম,তার স্ত্রী এবং নেশাখোর ছেলে তিনজন মিলে টাকার জন্য সুমাইয়ার উপর নির্যাতনের অভিযোগ করেন সুমাইয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

এমনকি সুমাইয়ার ভাইকে মেরে ফেলার ও হুমকি দেয়া হলে সেই প্রেক্ষিতে সুমাইয়া মামলা করলেও তার স্বামী, শ্বশুর,শ্বাশুড়ি বুঝিয়ে মানিয়ে নেয় আবার।শ্বশুর শ্বাশুড়ি ছেলেকে নির্দেশ দেয় বউকে মারলেই টাকা দিবে।সুমাইয়া পাশবিক নির্যাতনের নীরব দর্শক এলাকাবাসী।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের সাথে যোগাযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ কর্মচারীকে ইতোমধ্যে খুঁজ  বের করা হয়েছে এবং নির্যাতনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

Scroll to Top