এসএসসির ফল প্রকাশ ৩১ মে

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা পরিস্থিতি উপেক্ষা করে আগামী ৩১ মে (রবিবার) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এদিন ফল প্রকাশের সম্মতি জানানো হয়েছে।

জানা গেছে, আগামী রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেয়া হবে। আর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এদিকে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে বলেছে হয। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্র জানান, করোনার মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পেতে ৮ লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে। এছাড়া আগামী ২৯ মে রাত ১২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

Scroll to Top