ওড়না চাকায় পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ওড়না চাকায় পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

দ্যা ক্যাম্পাস টুডেঃ সেজুতি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর অটোরিকশার চাকায় ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ভালুকার সাতেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেজুতি আক্তার ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সেজুতির পিতা রুহুল আমীন পেশায় একজন শিক্ষক।

স্থানীয়রা জানায়, চাচীর মৃত্যুর সংবাদে স্বজনদের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল সেজুতি। সেখান থেকে অটোরিকশা করে ভালুকায় নিজ বাসায় ফিরছিল তারা। এ সময় অসাবধানতা বশতঃ অটোরিকশার চাকার সাথে তার ওড়না জড়িয়ে যায়। এতে সেজুতির গলায় ফাঁস লেগে গেলে যায়।

সেজুতির স্বজনরা আহতাবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শিক্ষক তনয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, রাতে সাতেঙ্গা গ্রামে মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment