কচুরিপানা চিবিয়ে খাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ক্যাম্পাস টুডে ডেস্ক


কচুরিপানা ভ্রমণপিয়াসুদের চোখে সৌন্দর্য বৃদ্ধির একটি উপাদান হলেও জীব-জন্তুর খাদ্য হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। অন্যান্য খাবারের পাশাপাশি মানুষ এখন কচুরিপানা খাচ্ছে।

সম্প্রতি পরিকল্পনামন্ত্রীর সেই কচুরিপানা খাওয়ার বক্তব্যট সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পুরোই আলোচিত-সমালোচিত।

এ জলজ উদ্ভিদটিকে ঘিরে নানা রকম রেসিপিও বানানো হচ্ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেমে এক যুবকের কচুরিপানা খাওয়ার ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট ঝড় শুরু হয়ে যায়।

ভিডিওতে দেখাব্যায়, ওই যুবক বেশ আনন্দের সঙ্গেই কচুরিপানা চিবিয়ে খাচ্ছেন। এমনকি তার মধ্যে কোনো ধরনের অস্তিকর কাজ করছে না।

নেটিজেনরা অনেকে বলছেন, এটা অতিরঞ্জিত করা হচ্ছে। আবার অনেকেই বলছেন, বিষয়টি অতিরঞ্জিতের কি আছে, খেয়ে তো পরীক্ষা করে দেখতে হবে। ভিডিওটিতে থাকা ব্যক্তি সম্পর্কেও কিছু জানা যায়নি। এছাড়া ভিডিওটি কোথায় করা হয়েছে সেটিও জানা যায় নি।

ভিডিওটি দেখুন

Scroll to Top