কবিতা: শেখ মজিবুর রহমান

কবিতা: শেখ মজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান 

শাবলু শাহাবউদ্দিন

স্বাধীনতা আহ্বানে, হৃদয়ের কান্দনে, জেগেছিল যে মানুষের প্রাণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নাম
ঐ কালো পিচাস, ইয়াহিয়া করেছে নরক চাষ, বাংলার প্রান্তরে
শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, ঐ কারাগার ভাঙ্গিয়া, আনিয়াছে মুক্তি টান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নাম।

বাবার আদরে ডাকা, মায়ের কোলেতে থাকা খোকা যার নাম
একদিন ডানপিটে গ্রামের নাম রেখে,

ছুটিয়া চলিলেন সোহরাওয়ার্দীনের আহ্বান
সেই থেকে তার, পথ চলা আর, নাইকো বুঝি থেমে,
কবি গানের মত, বরি টানের শত দলে দলে তারা এসে দিলো যোগদান
মজিব কে করিয়াছে শক্ত, ঝরায়েছে বুকের তাজা রক্ত, বাঁচিয়েছে বাংলার সম্মান ।

নরক চাষি ইয়াহিয়া বাসী, বুঝে নাই বাংলার সম্মান
বোকার মত শেখ মজিবারের যত করেছেন অপমান
মজিব মোদের প্রাণের নেতা, সইবে কেমনে এমন কথা
সাতই মার্চে নেতা সাথে হইল সবার দেখা,নেতা মোদের বাণী দিলো,
স্বাধীনতা ডাক মিলিলো, ঘরে ঘরে দূর্গ উঠলো, নেতা আহ্বান ।

বাংলা জনক, বাংলা পিতা শেখ মজিবুর মোদের নেতা,
আর হবে না কোন কথা, নেতার দিলো যারা ব্যথা, চাই যে ফাঁসি শুধু হেতা,
আইন কানুন রইলো কোথায়, শেখ মজিবুর রহমান জাতির পিতা
আর মানবো না কটু কথা, বাংলা পেল স্বাধীনতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *