ক্যাম্পাস টুডে ডেস্ক
চীনে প্রাণঘাতী ’করোনাভাইরাস’ ছড়িয়ে পড়ায় সেখান থেকে ফেরত আসা এক বাংলাদেশি শিক্ষার্থীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে চীন থেকে দেশে ফেরেন তিনি।
ফেরত আসা ওই শিক্ষার্থীর শরীরে জ্বর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থার্মাল স্ক্যানারে ওই ব্যক্তির শরীরের উচ্চ তাপমাত্রা সনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের হেল্থ সেন্টারের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, আজ বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) ওই শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরো জানান, বুধবার রাতে বিমানবন্দরে অবতরণের পর তখন তার শরীরের তাপমাত্রা ছিল ১০০.৬ ডিগ্রী ফারেনহাইট। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যাবে।