করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮৩ হাজার

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮'শ ছাড়ালো

আন্তর্জাতিক টুডেঃ নভেল করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে সারা বিশ্বে । বর্তমানে আক্রান্ত আছেন ২৬ লাখেরও অধিক মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন সাত লক্ষের ও বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ২৮৩ জনে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৬ হাজার ৯২৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১০ হাজার ২৮৫ হাজার মানুষ।

প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বুধবার রাত পর্যন্ত দেশটিতে নতুন মারা গেছে এক হাজার ৭৩৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন।

মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছে ২৫ হাজার ৮৫ জন। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি। সেখানে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়েছে।

এদিকে এশিয়ার মধ্যে চীন বর্তমানে শীর্ষে দেশটিতে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০,০০০। এবং এর পরের অবস্থানে ভারত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ জন।

অন্যদিকে বাংলাদেশে একদিনে অর্থাৎ গত ২৪ ঘন্টায় ৩০৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৯০ জন নতুন করোনা রোগী সনাক্ত। এ নিয়ে মোট আক্রান্ত ৩৭৭২ জন। একদিনে মৃতের সংখ্যা ১০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment