করোনার কারণে জুনেও না খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

দেশে করোনায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা পরিস্থিতিতে জুনেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, এমনি আভাস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

করোনা পরিস্থিতির উন্নতি না হলে এবং শিক্ষার্থীদের টিকার আওতায় না আনা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ভাবছে না সরকার।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় প্রস্তুতি নেয়া হলেও, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হয়নি খোলার।

বছরের ৫টি মাস অতিবাহিত হলেও, শিক্ষার্থীরা যেতে পারেনি শ্রেণিকক্ষে। তাই সবার মনেই প্রশ্ন কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় জুনেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান এমন আভাসই দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা নিয়েও। শিক্ষা বোর্ড বলছে, এখনো পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment