করোনার মূল প্রবাহ শুরু আগামী মাসে : ডা জাফরুল্লাহ চৌধুরী

ডেস্ক রিপোর্ট 


করোনার মূল প্রবাহ এখনো শুরু হয়নি। তবে আগামী মাস বা পরের মাসে তা শুরু হবে। যখন গ্রামগঞ্জে তা ছড়িয়ে পড়বে তখন মহামারী পরিস্থিতি তৈরি হবে। এ ধরনের আশঙ্কা করে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) করোনা থেকে মুক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সঠিক কোনও চিন্তাভাবনা নেই। সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনার মূল প্রবাহ শুরু হবে পরের মাসেই।

আলোচনা অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফি বলেন, ওনার করোনা বিজয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো মনোবল। আমরা ঢাকা মেডিকেলে তার জন্য কেবিন রেডি করেছিলাম। কিন্তু জানান যে যেখানে থেকে আমার গ্রামের একজন মানুষ চিকিৎসা নিতে পারবে না আমিও নিব না। গ্রামের কোনও মানুষের এখানে থেকে মৃত্যু হলে আমারও হবে।

শেষে বলেন, ডা. জাফরুল্লাহ আমার ৩৫ বছরের চিকিৎসা জীবনে সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্ট। আমি তার চিকিৎসা করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছি।

Scroll to Top