করোনায় আক্রান্ত ঢাবির আরেক শিক্ষক , মোট আক্রান্ত ১০

ডেস্ক রিপোর্ট


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি )অন্তত ১০ জন শিক্ষকআক্রান্তদের মধ্যে সাত জন ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক ভবনের বাসিন্দা। বাকি তিন জন ক্যাম্পাসের বাইরে থাকেন।

আক্রান্ত ১০  শিক্ষকের মধ্যে ৬ জন সুস্থ এবং    নতুন শনাক্ত হয়েছে এক  শিক্ষক ও আপাতত সুস্থ আছে বলে জানা যায়।  এদের কেউ আক্রান্ত হয়েছেন পুরো পরিবার সহকারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশ প্রবীণ এবং তারা দেশের সম্পদ। তাদের নিরাপত্তা
নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। তাছাড়া আমাদের শিক্ষকরাও যথেষ্ট সচেতন। তারা সব ধরনের নিয়মতান্ত্রিকতা মেনে নিজেদের নিরাপদ রাখতে পেরেছেন। লকডাউনের পর থেকে আমাদের প্রক্টরিয়াল টিমের সহায়তায় ক্যাম্পাস বহিরাগতমুক্ত রাখতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেন , প্রথমদিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছুসংখ্যক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা
করোনায় আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।

উল্লেখ্য আক্রান্ত শিক্ষকদের মধ্যে দুই জন মৃত্যুবরণ করেছেন। এদের একজন জাতীয় অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।নতুন আক্রান্ত মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক শাকিল উদ্দিন আহমদতা।ছাড়া আক্রান্ত শিক্ষকদের একজনের স্ত্রীও মারা গেছেন।

Scroll to Top