করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

ক্যাম্পাস টুডে ডেস্ক


এবার করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা সংক্রমণ মৃদু। তিনি বর্তমানে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে রয়েছেন।-বিবিসি

এছাড়া আজ শুক্রবার টুইটারে এক ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই জানান। বরিস জনসন ইংল্যন্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটির তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করান।

করোনা আক্রান্ত হওয়ার পরেও এ সময়ে তিনি করোনা প্রকোপ ঠেকাতে সরকার প্রধান হিসেবে সব দায়িত্ব পালন করবেন।

এখব পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *