করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার

বিশেষ প্রতিনিধি

দূর্ভাগ্য যেনো পিছু ছাড়ছে না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের কষ্ট ভুলতে হয়তো গিয়েছিলেন ইবিজার সমুদ্র সৈকতে। কিন্তু তাতেও বিধি বাম, ফিরলেন আরেক দুঃসংবাদ নিয়ে। করোনায় আক্রান্ত হলেন এই ব্রাজিলিয়ান।

তবে নেইমার একা নন, পিএসজির ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারদেসও আক্রান্ত হয়েছেন করোনায়, তারাও নেইমারের সাথে ইবিজাতে ছিলেন। এমন তথ্যই জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লে’কিপ।

তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো খেলোয়াড়ের নাম বলেনি। শুধু জানিয়েছে তাদের তিনজন খেলোয়াড় কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তাই আগামী কয়েকদিন সব খেলোয়াড় ও স্টাফের করোনা টেস্ট করা হবে এবং বাকি সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

উল্লেখ্য, নেইমার, ডি মারিয়া, পারেদেস একা ছিলেন না ইবিজায়। তাদের সাথে আরো ছিলেন আন্দের এরেরা, মাউরো ইকার্দি ও কেইলর নাভাস। এখন দেখার বিষয়, এরাও আক্রান্ত হয়েছে কিনা..

Scroll to Top