করোনাকাল: চট্টগ্রামে প্রথম ডাক্তার হিসাবে মারা গেলেন ড. এহসানুল করিম

জাতীয় টুডেঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রথম ডাক্তার হিসাবে ডা. এহসানুল করিম নামে এক মেডিসিন বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। প্রয়াত ডা. এহসানুল করিম চট্টগ্রামের বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

আজ বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ চিকিৎসকের মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
(বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী ডা. এহসানুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় , ডা. এহসান করোনা পজিটিভ হয়ে চারদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।

তবে ডা. এহসানুল করিম আগে থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।

Scroll to Top