ক্যাম্পাস টুডে ডেস্কঃ বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
আজ রবিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মোস্তফা কামাল সৈয়দ করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে গত শুক্রবার জানান এনটিভির একজন বিশেষ প্রতিনিধি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির গণসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম।মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার।