করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

ডেস্ক রিপোর্ট


করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ সোমবার (১৩ জুলাই) মৃত্যু হয় তার। গত ১৪ জুন থেকে হাসাতালটিতে ভর্তি হয়ে ছিলেন তিনি। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় পরদিনই। যদিও এর আগে দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছিলেন।

বিশিষ্ট এই শিল্পপতি কমপক্ষে ৪১টি কোম্পানির প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা। যাতে রয়েছে বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ ও টয়লেট্রিজ প্রতিষ্ঠান।

উল্লেখ্য তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সদস্য সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার তিন মেয়ে- রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।

Scroll to Top