ডেস্ক রিপোর্ট: প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।
পুত্র সাগর লোহানী বাবার মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।
আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
উল্লেখ্য গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।