করোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন।

তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানিয়েছেন, লায়লা আরজুমান্দ বানুসকাল ৭:৪৫ মৃত্যুবরণ করেন।

গত ১৩ই জুন মোজাম্মেল হক ও তার স্ত্রীর করোনাভাইরাস টেস্টের ফল পজিটিভ আসলে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পরে সুস্থ হয়ে বাসায় ফিরলেও চিকিৎসাধীন ছিলেন তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু।

Scroll to Top