করোনা আক্রান্ত ডাক্তার রোগী দেখলেন ৮ দিন

সারাদেশ টুডেঃ নমুনা জমা দিয়ে ৮ দিন ধরে রোগী দেখলেন রংপুরের এক চিকিৎসক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের লোকজন ওই চিকিৎসকের চেম্বার লকডাউন ঘোষণা করেন।

আক্রান্ত ওই ডাক্তার আইসোলেশন তো দুরের কথা কোয়ারেন্টাইন ও পালন করেনি শুধু তাই নয়, স্বাভাবিক চলাফেরাও করেছেন তিনি।

অভিযুক্ত চিকিৎসক আহসান হাবীব (এমবিবিএস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক। তিনি নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার চাউল আমোদ গলিতে নিয়মিত রোগী দেখেন।

এর আগে ২ জুন নমুনা জমা দিলে বুধবার (১০ জুন) রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ জুন ওই ডাক্তার নমুনা জমা দিয়েছিলেন। রংপুর থেকে ঢাকার শেরেবাংলা পিসিআর ল্যাবে ৩০০ নমুনা পাঠানো হয়েছিল। গতকাল বুধবার রাতে তার ফলাফল আসে। এতে ৬৪ জনের করোনা শনাক্ত হয়।নিয়মমাফিক নমুনা দেয়ার পর হোম আইসোলেশনে থাকার কথা থাকলেও অভিযুক্ত চিকিৎসক আহসান হাবীব বিষয়টি গোপন রেখে নিয়মিত রোগী দেখা, মসজিদে যাওয়া, ঘোরাঘুরিসহ স্বাভাবিক জীবনযাপন করেছেন। প্রতিদিন গড়ে ৮০-১০০ রোগী দেখেছেন বলে চেম্বার সংলগ্ন এলাকার লোকজন জানান।

বৃহস্পতিবার সকালেও তিনি চেম্বারে এসেছিলেন। পরে বিষয়টি প্রতিবেশী এক সাংবাদিকের নজরে এলে তা জানাজানি হয়। এলাকাবাসী ও রংপুরে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ অবস্থায় চরম উৎকণ্ঠায় রয়েছেন এলাকাবাসী।

এ নিয়ে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, একজন চিকিৎসক হয়ে এরকম করা ঠিক হয়নি। ওনার আইসোলেশনে থাকা উচিত ছিল। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি আজকে এবং আজকেই(বৃহস্পতিবার) সকালে ওই চেম্বার লকডাউন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *