মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধিঃ করোনা ভাইরাস উপসর্গ নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওই শিক্ষার্থীর বাবা এলজিইডি মিনিস্ট্রির একাউন্টেন্ট ছিলেন। শিক্ষার্থীর বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। তিনি নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর বন্ধু মামুনুর রশীদ হিমেল জানান, তার বাবা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মাঝে একটু সুস্থ হয়েছিলেন শেষের দিকে এসে গত সোম-মঙ্গলবারের দিকে আবার অসুস্থ হয়ে পড়েন। গতকাল কাশি এবং শ্বাসকষ্ট অনেক বেশি বেড়ে যাওয়ায় বিকালে হাসপাতালে নেয়ার জন্য এম্বুলেন্স কল করা হয়। হাসপাতালে নেয়ার পথে এম্বুলেন্সেই মৃত্যু বরণ করেন।