করোনা উপসর্গ নিয়ে রাবি অধ্যাপকের মৃত্যু

ওয়াসিফ রিয়াদ,
রাবি প্রতিনিধি


করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ড.ফকরুল ইসলামের মৃত্যু (৮৫) হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২ টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যটি নিশ্চিত করে তার ছেলে অধ্যাপক মমতাজ ইসলাম বলেন, ২৯ জুন তার কাশি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৩০ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও জ্বর থেকে যায়। পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তাকে রামেকের করোনা ইউনিটের ৩০ নং সজ্জায় ভর্তি করানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, মৃত্যুর পরে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দাফন কাজ সম্পন্ন করার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment