করোনা কেড়ে নিল চবির সাবেক শিক্ষার্থীর প্রাণ

 

চবি প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী রকিবুল ইসলাম রকিব(২৮) মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাকিবের বন্ধুদের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বন্ধুদের সূত্রে জানা যায়, রাকিব গত ২৮ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মঙ্গলবার(১১মে) মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেল তিনটায় তার নিজ জেলা রাজবাড়ীতে তার জানাজার নামায অনুষ্ঠিত হবে।

রাকিব চবি মার্কেটিং বিভাগ থেকে পাশ করে চট্টগ্রাম বন্দরে উপ সহকারী পরিবহণ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।তার অকাল মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Scroll to Top