করোনা নিয়ে গুজব ছড়ানোয় দুই ইমাম-শিক্ষকসহ আটক ৬

ক্যাম্পাস টুডে ডেস্ক


বরিশালের গৌরনদী উপজেলায় করোনার বিস্তার নিয়ে মাইকে ঘোষণা এবং ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মসজিদের ২ ইমাম ও ২ শিক্ষকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,- বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমামম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম।

দুইজন ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে এবং অন্য তিন জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটককৃতরা করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো। এই অভিযোগে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *