করোনা-ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে ২ প্রতারক আটক

করোনা-ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে ২ প্রতারক আটক

সারাদেশ টুডে


ভিটামিন ইনজেকশনকে করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ রবিবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনার টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। আজ সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত নিতে শুরু করে।

এমন খবর পাওয়ার পর এলাকার লোকজন একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, স্থানীয়দের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *