করোনায় মারা গেলেন রামেক সাবেক অধ্যাপক ডা.মোস্তাক

ডেস্ক রিপোর্ট


করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিনের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ (১০ আগস্ট) সন্ধ্যায় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর শরীরে গত ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

গত ২ আগস্ট শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওইদিন থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

পরে আজ সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয় বলেও জানান হাসপাতাল উপপরিচালক।

Scroll to Top