করোনা মুক্ত হলেন আফ্রিদি ও তার পরিবার

খেলাধুলা টুডে


মহামারির মাঝেও সুখবর মিলছে। সম্প্রতি করোনা নেগেটিভ হয়েছেন নোভাক জোকোভিচ ও তার স্ত্রী। সেই খবরের রেশ থাকতেই সুখবর পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শহীদ আফ্রিদির স্ত্রী ও দুই কন্যা করোনামুক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) নিজের অফিসিয়াল টুইটার পেজে কনিষ্ঠ কন্যার ছবি দিয়ে পাকিস্তানের সাবেক এ তারকা ভক্তদের খবরটা জানাতে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, পূর্বে আমাদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর আমার স্ত্রী ও কন্যা, আকসা ও আনসার পুনরায় টেস্ট হয়েছে। এবং এখন তারা করোনা মুক্ত। নিরন্তর শুভ কামনা জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ যেন আপনাদের সবার মঙ্গল করেন। এখন পারিবারিক সময়ে ফিরে যাওয়ার পালা। ছোট কন্যাকে মিস করছি।’

Scroll to Top