করোনা মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনায় দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (০৫ এপ্রিল) গণভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

দেশের করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্ম পরিকল্পনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রণোদনার টাকায় দেশের সব পেশা-শ্রেণির মানুষ উপকৃত হবেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী সবাইকে সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘কেউ যেন এর (প্রণোদনার টাকা) অপব্যবহার না করেন। কেউ এর অবব্যবহার করবেন না।’

দেশে করোনা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গতকাল পর্যন্ত দেশে ৭০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৮ জন মারা গেছেন। সবার বয়স ৭০ বছরের ঊর্ধ্বে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। তবে একটি মৃত্যুও আমাদের কাম্য নয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *