রাবি প্রতিনিধি:করোনা মোকাবিলায় ৬০ জন ভিক্ষুকের মাঝে খাবার বিতরণ করেছে ইকুয়্যাল রাইটস অরগানাইজেশন। বুধবার সন্ধ্যায় বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
খাবার বিতরণ কর্মসূচি বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ কিরন দাস বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণরোধে অনেক মানুষজন বাহিরে চলাফেরা করতে পারছে নাহ। সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে ভিক্ষুকরা অন্য মানুষের কাছে যেতে পারছেন না। ফলে এখন তারা অনেক দিন খেতে পারছে না। এই অনুভূতি থেকে ইআরও সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আগামীতে বিভিন্ন জায়গায় আমরা খাদ্য বিতরণ করবো।’
প্রসঙ্গত, সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় শিক্ষা, বস্ত্র, খাদ্য উপকরণ বিতরণ করে আসছে।