কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ক্যাম্পাস টুডে ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীর  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউপির রামচন্দ্রখালি গ্রামে।এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, “সোমবার রাতে ৮৮টি নমুনার ফলাফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীর  করোনা পজিটিভ আসে। তার বাড়ি উপজেলার পোগলদিঘা ইউপির রামচন্দ্রখালি গ্রামে।”

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ১৪ মে জ্বর, সর্দি, ঠাণ্ডা ও কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। ১৭ মে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্সে আইসোলেশন ইউনিটে নেয়া হয়। ওই শিক্ষার্থীর বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।

Scroll to Top