কুবিতে পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

কুবি টুডে: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাসে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে ফ্রি বাস সার্ভিস সেবা দেওয়া হবে।

দুপুর ২টা থেকে শুরু হওয়া বাস সার্ভিসটি কুমিল্লা ক্যান্টনমেন্ট ও পদুয়ারবাজার বিশ্বরোড থেকে প্রতি ১ ঘন্টা পর পর এবং কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপাড় হয়ে ২ ঘন্টা পর পর ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।

বাস সার্ভিস বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে। তবে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় একটি বাস কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপাড় হয়ে ক্যাম্পাস অভিমুখে আসবে।

উল্লেখ্য, আগামী কাল (শুক্রবার) সকালে ‘এ’ইউনিট ও বিকালে ‘বি’ ইউনিটের এবং পরশু (শুনিবার) সকালে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪০ টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *