কুবিতে সমকাল সুহৃদের নেতৃত্বে মাহবুব-বিল্লাল

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমকাল সুহৃদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই বিভাগের বিল্লাল হোসেন।

রবিবার সকালে সংগঠন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সংগঠনটির উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি আবু বকর রায়হান এ কমিটি ঘোষণা করেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দ্বীন মোহাম্মদ, কুতুব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসাইন, সানজিদা আকতার, শাহাদাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল পাটোয়ারী,অর্থ সম্পাদক আরিফ হোসেন,সহ অর্থ সম্পাদক আল নাহিয়ান,সাহিত্য সম্পাদক ইসরাত জাহান, দপ্তর সম্পাদক নাজিমুল হক সানি,সহ দপ্তর সম্পাদক আনিসুর রহমান,সহ সাহিত্য সম্পাদক মাহফুজা মিম, পাঠচক্র সম্পাদক তাসনিম জাহান,সহ পাঠচক্র সম্পাদক সাবরিনা বৃষ্টি,প্রচার-প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম (সাইফ),সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন রাসেল, সহ সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হাবিব,নারী বিষয়ক সম্পাদক জেরিন সুলতানা,পরিবেশ সম্পাদক জামসেদ ভুঁইয়া।

প্রসঙ্গত, এই কমিটি আগামী এক বছর সমকাল সুহৃদ সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবে।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।



 

Scroll to Top