কুবি ভর্তি পরীক্ষায় তাবলীগ জামাতের অনন্য দৃষ্টান্ত

কুবি টুডেঃ ল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০ উপলক্ষে কুমিল্লা শহর এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে তাবলীগ-জামাত আতিথেয়তায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

৮ ও ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) পরীক্ষা উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থী যাদের থাকার ব্যবস্থা হয়নি তাদের থাকা খাওয়া সহ নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় কুমিল্লায় অবস্থানরত তাবলীগ-জামাত।

খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, নূরে মসজিদ সহ শহরের বিভিন্ন মসজিদে অবস্থানরত তাবলীগ জামাতের সদস্যরা কয়েক হাজারের অধিক ভর্তিচ্ছুকে থাকা খাওয়া সহ নানা ধরনের সহায়তা করে।

তাবলীগ জামাতের এক সদস্য ক্যাম্পাস টুডেকে সাক্ষাৎকারে বলেন, মুসাফিরদের সহায়তা করতে পেরে আমরা খুশি। যতটুকু সম্ভব আমরা করেছি।

ভর্তিচ্ছু এক শিক্ষার্থী ক্যাম্পাস টুডে কে বলেন, তাবলীগ জামাত খাবারের পাশাপাশি নাস্তা সহ রাতে কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়াও নানা ধরনের সহায়তা করে পাশে ছিল।

#শেয়ার

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment