কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তান ‘প্রসব’

ক্যাম্পাস টুডে ডেস্ক


এক প্রসূতি পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতির নাম শারমিন আক্তার। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে ওই জননী ৩ ছেলে এবং ২ মেয়ে জন্ম দেন।

লাকসাম জেনারেলের  হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, ওইদিন সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়।

এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন।

এদিকে সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যায়।

পাঁচ সন্তানের বাবা হয়ে আনন্দিত মিজানুর রহমান তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Scroll to Top