কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “পূজা উদযাপন পরিষদের ২০২০-২১ বর্ষের কমিটির গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি‌ মোহন চক্রবর্তী (নৃবিজ্ঞান ১১তম) এবং সাধারণ সম্পাদক ঐশি ভৌমিক মেঘ (ব্যবস্থাপনা শিক্ষা ১২তম) সহ ৫৪ সদস্য এ নব কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিদায়ী সভাপতি হিল্লোল কান্তি দাস ও সাধারণ সম্পাদক সুপন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবার উপস্থিতিতে ও সম্মতিক্রমে আগামী ১ বছরের জন্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নব কমিটির সহ সভাপতি জুয়েল বণিক, সুব্রত সরকার। যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব বিশ্বাস, প্রিয়াংকা সূত্রধর। কোষাধ্যক্ষ সুবিনয় দেবনাথ। সাংগঠনিক সম্পাদক অর্ণব সিংহ রায়। প্রচার সম্পাদক জুয়েল নাথ। দপ্তর সম্পাদক দীপায়ন দাস সৈকতসহ অন্যান্যরা।

এসময় ‘পূজা উদযাপন পরিষদ’র উপদেষ্টা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি পার্থ চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top