কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপর হামলা: ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ও সমাবেশ

ইবি টুডেঃ গতকাল রাজধানীর শান্তিনগরে সিপিবির মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। সমাবেশ থেকে হামলায় জড়িত সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ মশাল মিছিল করেন তারা। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জি.কে সাদিক, অফিস ও অর্থসম্পাদক পিয়াসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তব্যে ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি.কে সাদিক বলেন ,‘ গতকাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপর ছাত্রলীগ যে নগ্ন হামলা করেছে তার দ্রুত বিচার করতে হবে। মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা।’

Scroll to Top