কোন রকম বাধা ছাড়াই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ

রাবি প্রতিনিধি


কোন রকম বাধা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। এর আগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের করে বিভাগে সভাপতি নিয়োগে সংক্রান্ত নির্দেশটি স্থগিত করেছে হাইকোর্ট।

গতকাল বুধবার রাতে বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- “রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ০৭ জুলাই ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে নিয়োগ প্রদান করেন। এই নিয়োগ আদেশের বিরুদ্ধে বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর হাইকোর্ট বিভাগে (ভার্চ্যুয়াল কোর্ট) রীট মামলা দায়ের করেন। উক্ত রীট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের (ভার্চ্যুয়াল কোর্ট) ০৭ জুলাই ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের ০৭ মে ২০২০ তারিখের সভাপতি নিয়োগ সংক্রান্ত আদেশটি স্থগিত করে আদেশ প্রদান করেন। হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশটি চ্যালেজ্ঞ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহামান্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগে দায়ের করলে, ২২ জুলাই ২০২০ ইং তারিখে আপীল বিভাগের চেম্বার আদালতে উক্ত আপীলের শুনানি হয়। শুনানি অন্তে চেম্বার আদালতের মাননীয় বিচারপতি মোঃ নুরুজ্জামান ০৭ জুলাই ২০২০ ইং তারিখে হাইকোর্ট বিভাগ (ভার্চ্যুয়াল কোর্ট) কর্তৃক প্রদানকৃত আদেশটি স্থগিত করেন।

উক্ত আদেশের ফলে ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদের আর কোন বাধা রইলনা বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে সভাপতি নিয়োগে স্থগিতাদেশ দেয় আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment