কোর্সেরার সাথে যুক্ত হলো হাবিপ্রবি

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনা মহামারীর কারনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ। অনলাইন লার্নিং এর সম্ভাব্যতা নিয়ে যখন বিভিন্ন মহল থেকে পর্যালোচনা চলছে তখন অনলাইন লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাঁদের এই সময়টা কাজে লাগাতে পারে।

সেই সঙ্গে নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারে, এই বিষয়ে আজ বিকেল সাড়ে তিনটায় একটি ওয়েবিনার করেছেন হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি সোস্যাল সাইন্স এন্ড হিউমিনিটিস অনুষদের শিক্ষকরা।

সম্প্রতি হাবিপ্রবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘Coursera’ এর সাথে সম্পৃক্ত হয়েছে। এখন থেকে হাবিপ্রবির শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে ‘Coursera’ এর প্রায় ৩৮৪৫টি কোর্সে অংশ নেয়া এবং সার্টিফিকেট অর্জন করতে পারবে। যার ফলে শিক্ষার্থীরা বিনামূল্যে Oxford, Harvard এবং MIT মত পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ডলার মূল্যের কোর্স করার সুযোগ পাবে।

কিন্তু এই জনপদের অনেক শিক্ষার্থী Massive Open Online Learning (MOOC) এবং অনলাইন শিক্ষাপদ্ধতির সাথে পরিচিত না বলে তাঁদের সহায়তার জন্য আজকের ওয়েবিনারের আয়োজন করা হয়। ‘Coursera Campus’ এর সাথে হাবিপ্রবিকে যুক্ত করা এবং আজকের ওয়েবিনারের আয়োজক এই বিশ্ববিদ্যালয়েরই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহমেদ সরকার সেমিনারে অনলাইন লার্নিং, MOOC এবং Coursera প্ল্যাটফর্মের উপর একটি উপস্থাপনা পেশ করেন।

ওয়েবিনারে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, মুজাহিদুল ইসলাম শামীম, সজীব রায়, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রশিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক রোজিনা ইয়াসমিন লাকী এবং গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক মো: জাকারিয়া, সহ হাবিপ্রবির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফাহিমা খানম বলেন, ” আমরা কিছুটা দেরিতে হলেও এই দারুন সুযোগ পেয়েছি। এই জন্য জুয়েল কে ধন্যবাদ জানাই, এমন উদ্যোগ নেয়ার জন্য। অন্তত করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কোর্স বিনামূল্যে করতে পারবে এবং সার্টিফিকেট অর্জন করতে পারবে এইটা খুব ভালো একটা সুযোগ”।

হাবিপ্রবি শিক্ষার্থীরা এমন সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী উম্মে ইলমা ফেরদৌস বলেন, “ঘরে বন্ধী থেকে পৃথিবীর বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্স করা সত্যিই সৌভাগ্যের । এতে করে নতুন কিছু জানতে ও শিখতে পারবো, যা পরবর্তীতে ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রাখবে। এমন সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”

ওয়েবিনারের সঞ্চালক মোঃ জুয়েল আহমেদ সরকার বলেন করোনাকালীন ‘Coursera Campus’ এর এই উদ্যোগটি খুব স্বল্প সময়ের জন্য তাই আমি আমার সকল শিক্ষার্থীকে আহবান জানাবো সুযোগটি কাজে লাগানোর জন্য।

Scroll to Top