কোয়ারেন্টাইন শেষে আবারও মাঠে নামছে রিয়াল – বার্সা

খেলাধুলা টুডে: অবশেষে পুনরায় মাঠে গড়াচ্ছে লা লিগা । স্পেনের ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানিয়েছে ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে লীগ।

করোনার কারণে সেই ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এরপর গত সপ্তাহে খেলা শুরুর অনুমতি দেয় স্পেন সরকার।

১৩ জুন মায়োর্কারের বিপক্ষে প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২ টায় ম্যাচটি শুরু হবে।

বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মাঠে নামে তার পরদিনই। ১৪ জুন তাদের প্রতিপক্ষ এইবার।ম্যাচটি শুরু হবে রবিবার রাত সাড়ে এগারোটায়।

পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধান বিদ্যমান।তাই দুটি দলের মধ্যেই উত্তেজনার কমতি থাকবে না সেটা আঁচ করায় যাই। শীর্ষে অবস্থান কৃত বার্সার পয়েন্ট ৫৮। সমান ২৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৫৬ পয়েন্ট।তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।

নতুন শুরুর প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ খেলবে লেগানেসের বিপক্ষে ১৬ জুন
ন্যু ক্যাম্পে । তবে কোনো দর্শক থাকবে না বলে জানিয়েছে তারা।

রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি বার্নাব্যু তে হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে তারা।

আয়োজকেরা প্রথম দুই রাউন্ডের এই শিডিউল ঘোষণা করেছে। তবে লিগ প্রধান হাভিয়ের তেবাস জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত সপ্তাহের প্রতিদিন খেলা থাকবে।

সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর আরও ১১টি করে ম্যাচ খেলবে রিয়াল-বার্সা ।১৯ জুলাইয়ের ভেতর লা-লিগা শেষ হলে এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *