ক্রমশ খারাপ হচ্ছে সৌমিত্রের অবস্থা

বিনোদন টুডে

কলকাতার জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা সৌমিত্র চচট্টোপাধ্যায়। সোমবার (১২ অক্টোবর) চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ভালো আছেন।
কিন্তু রাত হতেই আসলো খারাপ খবর। ক্রমশ খারাপ হচ্ছে সৌমিত্রের অবস্থা।

চিকিৎসকরা সোমবার রাতে
জানিয়েছেন, সৌমিত্রের ফুসফুস ও মস্তিষ্কে প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে।
বরর্তমানে মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র। শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্লাজমা থেরাপি দেয়ার পর সৌমিত্রের অবস্থার উন্নতি লক্ষ্য করেন চিকিৎসকরা। কিন্তু সেই উন্নতি স্থায়ী হয়নি।টলিউডের এই অভিভাবককে নিয়ে চিন্তিত ইন্ডাস্ট্রির সবাই।

Scroll to Top