cou news

ক্লাসরুম সংকট নিরসনসহ ৫ দাবিতে কুবি প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা (ভিডিও)

ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


ক্লাসরুম সঙ্কট নিরসন এবং স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদের দাবিসহ পাঁচ দফা দাবিতে একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। প্রথমে ব্যবসায় অনুষদের গেটে এবং পরে প্রশাসনিক ভবনের সামনে এ আন্দোলন শুরু হয়।

আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, বিজনেস স্টাডিজ অনুষদে চারটি বিভাগ রয়েছে, আমাদের যে শ্রেণিকক্ষ রয়েছে তা পর্যাপ্ত নয়। এছাড়াও আমাদের কোন ল্যাব কিংবা সেমিনার রুম নেই, অভাব রয়েছে কমনরুমেরও, শিক্ষকদের জন্য নেই পর্যাপ্ত রুম যতক্ষণ পর্যন্ত এসবের সমাধান না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী কামাল বলেন, “শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেছি।”

শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দেখুন-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *