ক্ষতিগ্রস্ত দোকানীদের পাশে রাবির সাবেক শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি) ক্যাম্পাসের দোকানীদের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সাবেক শিক্ষার্থীরা।

রবিবার (৭ জুন) সকালে স্টুডেন্টস এমিরিটি, মাদার বখ্শ হল’এর ব্যানারে হলের সামনে ও পাশের স্টেশন বাজার এলাকার ৫০টির বেশি দোকানদারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্টুডেন্টস এমিরিটি সদস্যরা।

প্রসঙ্গত, করোনা ভাইরাসজনিত কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ক্যাম্পাসের দোকানদাররা চরম সংকটে পড়েছেন। দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের ভরণপোষণে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র এ ব্যবসায়ীরা।

Scroll to Top