ক্যাম্পাস টুডে ডেস্ক
ক্ষুদিরামকে ভালোবাসো আবরারকে বাসো না কেন? বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ক্ষুদিরামকে ভালোবাসো আবরারকে বাসো না কেন? মানচিত্র ভালোবাসো আবরারের মুখকে নয় কেন? দেশকে ভালোবাসো তার চেতনাকে নয় কেন?
ঢাবির এ অধ্যাপক আরও বলেন, আবরারই বাংলাদেশ! আবরার অ:নিশ্বেষ।
আবরার ফাহাদের নামে নির্মিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ ভেঙে দিয়েছে পুলিশ