খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম আখতার মারা গেছেন

খুবি টুডে: খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আখতার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টও ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে তিনি ১ম দফা হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে নগরীর বয়রাস্থ আদ-দ্বীন-হাসপাতালে ভার্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাঁকে বিকেলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২য় দফা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

অধ্যাপক ড. মো. শামীম আখতার ২০১৯ সালের বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ (স্বাশিপ) কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একই বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

শামীম আখতারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এক শোক বার্তায় খুবি উপাচার্য বলেন, অধ্যাপক শামীম আখতার একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। তাঁর এই আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্যকে হারালাম। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *