কুমিল্লায় ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল গণস্বাস্থ্য কেন্দ্র

অনিক আহমেদ, গবি প্রতিনিধি


করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত দেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতিতে প্রতিমাসে দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে বেসরকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কুমিল্লায় ৩০০ হত-দরিদ্র পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দাউদকান্দি উপজেলার বারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, আধা কেজি লবণ এবং ২৫০ গ্রাম শুকনো মরিচ।

কর্মসূচি সম্পর্কে গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক ও স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো. লিমন হোসেন বলেন, ‘আমরা গণস্বাস্থ্য কেন্দ্র থেকে গরিব মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। আমাদের একার পক্ষে সবাইকে সাহায্য করা খুব কঠিন। আমি আশা করবো আগামীতে যে যতটুকু পারে, অসহায়দের সহায়তা করার মানবিক হাতটা বাড়িয়ে দিবে।’

ত্রাণ বিতরণকালে বারপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলতাফুননেছা মায়া, বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট গণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top