গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ১৪ জানুয়ারি

সুপর্না রহমান , গবি প্রতিনিধি: স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টার ব্যতীত সকল সেমিস্টারের চলমান সেশনের পরীক্ষা অনলাইনে নিবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, স্নাতক ও স্নাতকোত্তর ও শেষ সেমিস্টার ব্যতীত সকল সেমিস্টারের পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি অনলাইনে শুরু হবে। স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২১ জানুয়ারি ক্যাম্পাসে আরম্ভ হবে।

তিনি আরও বলেন, আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার পূর্বে কোনো মানোন্নয়ন পরীক্ষা হবে না। পরীক্ষা পদ্ধতি সর্বশেষ অনলাইন সেমিস্টারের মতোই নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর অনলাইনে চলমান সেমিস্টারের ক্লাস শুরু হয়। এর আগে গত ১ জুলাই পূর্বের সেমিস্টারের ক্লাস প্রথমবারের মতো অনলাইনে শুরু হয়। সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা পদ্ধতিতে চলমান মূল্যায়ন ৩০%, ভার্চুয়াল প্রেজেন্টেশন/ অ্যাসাইনমেন্ট ৩০%, অনলাইন পরীক্ষা ২০% ও পূর্বের সেমিস্টারের ২০% নম্বর বরাদ্দ ছিল।

উল্লেখ্য, পরবর্তী সেমিস্টারের ক্লাস (নতুন ভর্তিকৃত শিক্ষার্থী বাদে) আগামী ২২ ফেব্রয়ারি শুরু হবে।

 

Scroll to Top