গণ বিশ্ববিদ্যালয়: অনলাইনে অনুষ্ঠিত হবে সেমিস্টার ফাইনাল

গবি টুডেঃ করোনাকালীন অনলাইনেই অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সেমিষ্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পদ্ধতি ও তারিখ নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে খুব দ্রুত। সাপ্লিমেন্টারী পরীক্ষার ফলাফল ১৩ জুন প্রকাশ হবে।

সপ্তাহে ১ দিন করে প্রতি অনুষদের শিক্ষক, কর্মকর্তারা অফিস করবেন। প্রশাসনিক কর্মকর্তারা মোট ৩ দিন অফিস করবেন। এছাড়া অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে।

সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আজ বুধবার (০৩ জুন) এসব বিষয় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা।

Scroll to Top