গত সাত দিনে বিশ্বের মোট করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে

ক্যাম্পাস টুডে ডেস্ক

ভয়ঙ্কর বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গত এক সপ্তাহে বিশ্বের মধ্যে যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে অর্ধেক আক্রান্ত ভারতে।

তবে এতেই শেষ নয় আরও দুঃখের সংবাদ হল, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যার ২৫ শতাংশই ভারতে।

হু এই শিউড়ে ওঠার মত রিপোর্ট প্রকাশে করেছে বুধবার। যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বিশ্বের মধ্যে ৪৬ শতাংশ আক্রান্ত হয়েছে ভারত থেকে।

করোনার দ্বিতীয় ঢেউ যেন ভারতেই আছড়ে পড়েছে! ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের শেষ সপ্তাহে এসে চরমে পৌঁছে গিয়েছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের।স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment